২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশে গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল‌‌

সোহাগ হোসেন,তাড়াশ প্রতিনিধিঃ

ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তাড়াশ উপজেলা ও পৌর শাখার ছাত্রদলের সকল নেতা কর্মীরা তাড়াশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদৎ হোসাইন বলেন, গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ বিশ্বের বিবেককে জাগ্রত করেছে।

এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ জরুরি। তাঁরা আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বাংলাদেশের জনগণ সবসময়ই ঐক্যবদ্ধ। আজকের ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাশ উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং যুবদলের নেতারা।

তাড়াশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ: রাসেল রানা শাহিন,ইমরান হাসান,সজীব,তানভির মাসুদ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ: পৌর ছাত্রদলের সদস্যসচিব: হেলাল মাহমুদ হিরা,যুগ্ন আহব্বায়ক – কাউসার আহমেদ মানিক, সোহাগ হোসেন, ফয়সাল তারাশ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ: সাধারণ সম্পাদক: জেমস হোসেন সাংগঠনিক সম্পাদক: হাবিব খন্দকার এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহেদ মাসুম। সমাবেশের সভাপতিত্ব করেন খন্দকার শাহাদাৎ হোসাইন। উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। মানবতার পক্ষে এবং নির্যাতিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই। ও জেলা ছাত্রদল এর সহ-সাধারন সম্পাদক নুর- নবি ও নাজমুল হক মেহেদী এছারাও অনেকে উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top