১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীর ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় আবুল হোসেন খান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

“যারা ভুয়া আইডি থেকে পোষ্ট দেয় তারা ভুয়া বাবার সন্তান” রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত রাজধরপুরের জনসভায় আবুল হোসেন খান একথা বলেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোন্দকার ইজাজুল হক মনার সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ সামছুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। সভায় বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির নেতা ও সাবেক অধ্যক্ষ মোঃ মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আইনুল হাবিব, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, ঢাকা উত্তর মহানগর বিএনপি নেতা মোঃ আজমীর হোসেন,বিএনপি নেতা এস এম মিজানুর রহমান বিল্লাল, জামালপুর ইউনিয়ন বিএনপির নেতা মীর মনিরুজ্জামান বাবু, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, যুবদল নেতা মিজানুর রহমান মিজান,বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, পাংশা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি এম এ জিন্নাহ, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান আরিফ, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, শ্রমিক নেতা সজল আহম্মেদ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নান্নু বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবুল হোসেন, ছাত্রনেতা শিবলু,হাফিজুর রহমান প্রমুখ।

আবুল হোসেন খান বলেন, অনেকেই ভুয়া আইডি থেকে ফেসবুকে বিভিন্ন অকথা কু কথার পোস্ট দিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা ওয়া আইডি থেকে পোস্ট না করে নিজের নামের স্বচ্ছ আইডি থেকে পোস্ট করুন। যরা ভুয়া আইডি থেকে পোস্ট করে তারা ভুয়া বাবার সন্তান।

এসময় অন্যান্য বক্তারা বলেন, আর মাত্র দুই এক সপ্তাহের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরে আসছেন। এবং দেশ নায়ক তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই দেশে এসে দলের হাল ধরবেন। দেশ নায়ক তারেক রহমান ক্লিন ইমেজের প্রার্থী খোঁজ করছেন। যার বিরুদ্ধে কোন প্রকার দলের অমঙ্গল হয় এমন কর্মকান্ডে জড়িত তাদেরকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না। তাই তাই ক্লিন ইমেজের লোক হিসেবে দলের থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা চুপ করে আসছি। আমাদের নেতা নাসিরুল হক সাবু একটু অসুস্থ। তিনি তো হয়ে ফিরে আসলেই আমরা কাকে ধানের শীষের কান্ডারী হিসাবে পাব। অন্যথায় আমরা বিকল্প নেতা দিয়ে ধানের শীষের নির্বাচন করব। আপনারা সকলে ধানের শীষের পক্ষে থাকবেন বলে আশা রাখি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ডিমলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সাংসদ নীলফামারী-১ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে  ইঞ্জিনিয়ার

ভোট দিন আর না দিন, জনগণের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আহসান হাবিব মিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির। চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।

রাউজানে আইনশৃঙ্খলার অবনতি : বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে শোকজ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব সম্প্রতি সহিংস রূপ

Scroll to Top