৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অভিষেকের আগেই চোটে ছিটকে গেলেন লিটন দাস, শেষ পিএসএল মিশন

নিজস্ব প্রতিবেদক:

এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পেয়েছিলেন লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার অপেক্ষায় ছিলেন তিনি। তবে সেই স্বপ্নভঙ্গ হলো অভিষেকের আগেই—কারণ, চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে এই উইকেটকিপার ব্যাটারকে।

করাচি কিংস আজ পিএসএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মুলতান সুলতান্সের বিপক্ষে। এ ম্যাচেই লিটনের অভিষেকের সম্ভাবনা ছিল। কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পান তিনি। একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে, যার ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

লিটন দাস ইতোমধ্যে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দিয়েছেন এবং দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে।

৩০ বছর বয়সী লিটন এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিয়েছেন। তবে পিএসএলে এটি ছিল তার প্রথম অভিজ্ঞতা। পুরো মৌসুমের জন্য বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চোটই রুখে দিল সেই যাত্রা।

আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে লিটন বলেছেন, “আমি নিজেকে আনলাকি প্লেয়ার ভাবি।” দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছেই না। অভিষেকের আগেই ছিটকে পড়ায় হতাশ এই ব্যাটার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top