২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা সুপারের

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটিতে সিএনজি(থ্রি হুইলার, সিএনজিতে চলে) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. গোলাম মোস্তফা(৫৬) নামের এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এবং অপর ৫(পাঁচ)জন আহত হয়েছেন।

শনিবার ( ১২এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে

বরিশাল – পটুয়াখালি আঞ্চলিক সড়কের উপজেলার ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. গোলাম মোস্তফা বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজি চালিত গাড়িতে (থ্রী হুইলার) ওই অধ্যক্ষসহ তিন যাত্রী বরিশাল থেকে বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়ির চালক ও যাত্রীরা এবং মোটরসাইকেলে থাকা দুই আরোহীসহ ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে(রাতেই) মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা মারা যান। পুলিশ মোটরসাইকেল ও সিএনজি গাড়ি জব্দ করেছে।

নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top