২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনের নামে অস্থিতিশীলতা মেনে নেবে না জনগণ: আবু রায়হান

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টাকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও মহানগর এনসিপি নেতা আবু রায়হান। তিনি বলেন, “গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে, কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন মানেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি।”

রোববার দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আবু রায়হান আরও বলেন, “যারা জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে না, তারা কেবল লুটপাট ও নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য নির্বাচন করছে। দেশকে রক্ষা করতে হলে নির্বাচন নয়, আগে প্রয়োজন সর্বক্ষেত্রে সংস্কার। জনগণের অধিকার নিশ্চিত করতে সংস্কারের বিকল্প নেই।”

তিনি আরও মন্তব্য করেন, “নির্বাচন ও দেশ পরিচালনায় আর কোনো ভিনদেশি প্রেসক্রিপশন চলবে না। আমরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এখন সেটি রক্ষার দায়িত্বও আমাদের। অত্যন্ত দুঃখজনক, একটি গোষ্ঠী জুলাই-গণঅভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করে না—তারাই আজ নির্বাচনকে অস্থিরতার হাতিয়ার বানাতে চায়। এসব চক্রান্তকারীদের আহত যোদ্ধারাই জবাব দেবেন।”

অনুষ্ঠানে জুলাই-আগস্ট আন্দোলনে আহত ১৮০ জন যোদ্ধার মধ্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়। এ কার্ডের মাধ্যমে তারা দেশের সব সরকারি হাসপাতালে বিশেষ গুরুত্বসহ চিকিৎসাসেবা পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনে আহতদের যাচাই-বাছাই কমিটির সদস্য ডা. রবিউল ইসলাম। বক্তব্য রাখেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. সারোয়ার রেজা আকবর। তিনি বলেন, “আপনারা দেশের সম্পদ। আপনারা জীবন বাজি রেখে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছেন। এখন এ দেশকে রক্ষা করাও আপনাদের দায়িত্ব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top