২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে এসেছে ৩,১০০ কোটি টাকার প্রস্তাব: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, সদ্য সমাপ্ত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে প্রাথমিকভাবে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এছাড়া আরও অনেক বিনিয়োগ প্রস্তাব এখনো পাইপলাইনে রয়েছে।

রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, “এবারের চার দিনের সম্মেলনে মোট ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের ব্যয় প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা, বাকি ব্যয় সম্মেলনের পার্টনারদের।”

বিডার চেয়ারম্যান আরও জানান, বিনিয়োগ সম্ভাবনা যাচাই করে ১০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা যাবে না। বিনিয়োগের সব কৃতিত্ব সামিটের নয়, অনেক আলোচনা আগে থেকেই চলছিল। এই সামিট ছিল সেই ধারাবাহিকতার অংশ।”

তিনি আরও বলেন, “সামিটে এসে সঙ্গে সঙ্গেই কেউ বিনিয়োগের ঘোষণা দেবেন, বিষয়টি এমন নয়। তবে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সহনশীলতা এবং সম্ভাবনা স্বচক্ষে দেখে উচ্ছ্বসিত হয়েছেন।”

এবারের সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪১৫ জন বিদেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন, যা মোট অংশগ্রহণকারীর ৫৮ শতাংশ। এতে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের সময় ৬টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বলেন, “বিডা সামিটের সফলতা নিয়ে চিন্তিত নয়। আমাদের মূল লক্ষ্য ছিল বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top