রেজুয়ান আহমেদ সৈকত, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ত্রিশাল পৌরসভার ৫ নং ওয়ার্ড বি’এন’পির ১২/০৪/২০২৫ইং কেরানী বাড়ির মোড় আয়োজিত ৫ নং ও ৬ নং ওয়ার্ডের সর্বসাধারণের সাথে এক মত বিনিময় সভায় ৫নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ নাদিম হাসান অত্র এলাকার মাদক কারবারি ও সেবন কারিদের বয়াবহতা উল্লেখ করে, উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি ও আগামী নির্বাচনের ধানের শীষের নমিনি ডাঃ মাহবুবুর রহমান লিটন সাহেবের কাছে প্রশ্ন রাখেন। উক্ত প্রশ্নের জবাবে তিনি উপস্থিত সকলের প্রতি আশ্বস্ত করেন এবং মাদক ব্যাবসায়ীদের
হুশিয়ারী দিয়ে বলেন,
অনতিবিলম্বে মাদকের ব্যাবসা বন্ধ না করলে, অতি শিগ্রই একটা একটা মাদক কারবারি ধরে সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে।
মাদক ব্যাবসায়ীদের সাথে কোন আপোষ বা কারো সুপারিশ চলবে না। এই ত্রিশালের মাটিতে কোন মাদক কারবারি থাকবে না। এ সময় উনার আশ্বাসে মতবিনিময় সভায় উপস্থিত সকলেই আশ্বস্ত হন।
এ বিষয় ওই সময় কয়েকজনের সাথে কথা হয়-অত্র এলাকার একজন বাসিন্দা লাল মিয়া বলেন আমার দুটি মেয়ে তাদের বয়স হলেও বিয়ে দিতে পারতেছে না, মাদকাসক্ত এলাকা হিসেবে চিহ্নিত হওয়ায়। আরো কয়েক জন উল্লেখ করেন মাদকাসক্ত হয়ে অত্র এলাকার মাদকের টাকা জোগার করার জন্য এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে, মাদকের ছোবলে অনেক ছেলে অল্প বয়সেই পাগল হয়েছে এমন নজির অহরহ। এ বিষয়ে ত্রিশাল পৌর ছাত্রদল এর সদস্য সচিব মোঃ কামরুজ্জামান সুমন আমাদের জানান , আমার এলাকা কেড়ানীবাড়ির মোড়ের কাছেই আমি ৬ ওয়ার্ডের বাসিন্দা মাদকের বয়াবহতা অত্র এলায় এতোটা প্রকট যে এখানে কিশোর অপরাধ, চুরি ছিনতাই বৃদ্ধি, মাদকের ছোবলে পাগল হওয়া সহ, অনেক পরিবার নিঃস্ব হয়েছে। আমি ব্যাক্তিগত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বার লেখালেখি করেছি, এবং সামাজিক ভাবেও সবাইকে সচেতন হওয়ার জন্য চেষ্টা করেছি, অনেক কেই পুলিশ ধরে নিয়ে যায় আবার টাকার বিনিময়ে ছাড়া পায়, আবার আগের মতোই ব্যবসা করে যাচ্ছে।
মাদক কারবারিরা বিগত সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের সহযোগিতায় ব্যাবসা পরিচালনা শুরু করে, কিন্তু সে দ্বারা এখনো অব্যাহত আছে, এখন তারা পাবলিক প্লেইজ এ গাজার ব্যাবসা পরিচালনা করে যাচ্ছে, তাদের কাষ্টমারের বড় একটা অংশ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নজরুল বিশ্ববিদ্যালয় কাছে হওয়াই অনেক কোমলমতি শিক্ষার্থীর জীবন দঃস্ব হচ্ছে এই এলাকায় মাদকের সহজলভ্যতার জন্য ও এই এলাকার মাদক ব্যাবসায়ীদের কারনে।
আগামীর ত্রিশালের মাটি ও মানুষের নেতা ডাঃমাহবুবুর রহমান লিটন ভাই মতবিনিময় সভায় যে বক্তব্য রেখেছে তাতে আমরা সহ এলাকার সবাই আশ্বস্ত হয়েছেন।
ইনশাআল্লাহ আমরাও বিশ্বাস করি আগামী নির্বাচনে বি এন পি ক্ষমতায় আসলে এবং ডাঃ লিটন ভাই এম পি হলে কেড়ানী বাড়ির মোড় সহ ত্রিশালের কোথাও মাদক কারবারি ও সেবন কারীরর স্থান হবে না।