শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী বৈকারী কুশখালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের আওতাভুক্ত আবাদযোগ্য জমি সরকারি বিধি অনুযায়ী প্রকাশ্য ডাকের মাধ্যমে লিজ প্রদান করা হয়েছে।
রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই লিজ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আগ্রহী প্রার্থীরা পূর্বঘোষিত নিয়ম অনুযায়ী অগ্রিম ৬ হাজার টাকা জমা দিয়ে প্রকাশ্যে ডাকে অংশগ্রহণ করেন।
ডাকের ফলাফল:
১. মোঃ আল ইমরান — ৭৫,৫০০ টাকা
২. মোঃ ইয়াসিন আলী — ৭৬,০০০ টাকা
৩. মোঃ গোলাম রসুল
৪. মোঃ রফিকুল ইসলাম
সর্বোচ্চ ডাকদাতা হিসেবে মোঃ ইয়াসিন আলী ৭৬ হাজার টাকার প্রস্তাব দিয়ে দুই বছরের জন্য জমিটি লিজ অর্জন করেন। উপস্থিত সংশ্লিষ্ট সকল সদস্যের সম্মতিতে তাকে লিজ প্রদান করা হয়।
উপস্থিত কর্মকর্তারা:
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদ উদ্দীন
অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক মোঃ তোতাউর রহমান
শিক্ষকবৃন্দ: মোঃ সোলাইমান, পলাশ কুমার, মোঃ সবুর হোসেন, মোঃ আরমান, শরীফ প্রমুখ।
প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে পরিচালিত হয় বলে স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।