৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঢাকায় আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

রাজধানী ঢাকায় “Enhancing Climate Adaptation and Resilience through Earth Observation in the South Asian Region” শীর্ষক শিরোনামে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।রবিবার (১৩ এপ্রিল) ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত কর্মশালা শেষ হয়।

এই কর্মশালার আয়োজক ছিল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ এবং সেন্টার ফর ক্লাইমেট সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট (CCSE), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (C3ER), এবং চীনের অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট (AIRCAS) ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. আমানত উল্লাহ খান।

সমাপনী বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Centre for Climate Society and Environment (CCSE)-এর পরিচালক ড. মোঃ আব্দুল মালেক।

উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ফ্যাসিস্ট হাসিনার কুশপুতুলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হেফাজত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘জাগ্রত জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের স্ট্যান্ডে ফ্যাসিস্ট শেখ হাসিনার কুশপুতুল ঝোলানোর ঘটনার সঙ্গে হেফাজতে

নীলফামারীতে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর মাঠে এখন শুধু পাকা ধানের সুবাস। নিচু জমিগুলোর ধান কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকেরা। এরই মধ্যে সরকারি উদ্যোগে

সাবেক এমপি তুহিন এর মুক্তির দাবিতে বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামী হলেন- নাসিরুল্লা বিশ্বাস (৪৫),

Scroll to Top