মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
ইরান ও বাংলাদেশের মধ্যে চিকিৎসা সেবা উন্নয়নে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহিত বগুড়া সফররত ইরানের মাননীয় রাষ্ট্রদূত H.E. MR. MANSOUR CHAVOSHI এর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে নয় ঘটিকার সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালে পরিচালক হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা সম্পর্কে রাষ্ট্রদূত কে অবগত করেন।
আলোচনা সভায় বগুড়া জেলার সিভিল সার্জন,মেডিকেল কলেজের অধ্যক্ষ,বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করেন। রাষ্ট্রদূতের টিমের অন্যান্য সদস্যরা হলে-MR. SAMSAL ISLAM বিশিষ্ট গবেষক ও রোগতত্ববিদ। তিনি বলেন বিশ্বের মধ্যে ইরানের চিকিৎসা সেবা অন্যাতম,আমি নিজে ইরানে উচ্চ শিক্ষা গ্রহণ করেছি ও রোগ তত্ত্ব বিষয়ে গবেষণা করেছি, আমরা ইরান ও বাংলাদেশের মধ্যে চিকিৎসা সেবা উন্নয়নে সকলের সম্মিলিত চেষ্টায় আমাদের দেশের চিকিৎসা সেবা উন্নয়নে ভূমিকা রাখতে চাই। গাজী সালাহউদ্দিন তানভীর-যুগ্ন সদস্য সচিব,এনসিপি। MR. IQBAL-সভাপতি,এস এস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। কবির উদ্দিন,BNSB Hospital, সিরাজগঞ্জ।
ARIFUR RAHMAN AKIB-ছাত্র প্রতিনিধি,স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি।