মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বারানি বাজার সংলগ্ন মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার। অনুষ্ঠানটি আয়োজন করেন এলাকার যুব সমাজের পক্ষ থেকে। পহেলা বৈশাখ, সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ আয়োজনে ছিল বোতল খেলা, সাবান খেলা, তেলমাখা কলাগাছে ওঠার প্রতিযোগিতা (গাছ বাওয়া), এবং সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয় চোখ বেঁধে হাঁস ধরা খেলা।
খেলাগুলো উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও উৎসুক দর্শনার্থীদের ঢল নামে। মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সব বয়সী মানুষ এ আয়োজনে সমানভাবে আনন্দে মেতে ওঠেন।
প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন মোল্লারহাট ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল লতিফ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা মনির জমাদ্দার ও সুমন হাওলাদার, মিজান শরীফ প্রমুখ।
খেলা দেখতে আসা দর্শনার্থী আব্দুর রাজ্জাক বলেন, “এ ধরনের আয়োজন এখন আর খুব একটা দেখা যায় না। ছোটবেলায় এমন খেলাধুলা নিজেরাই খেলেছি, আজকে তা দেখে যেন সেই দিনগুলো ফিরে পেলাম। আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজন বারবার দরকার।”
আরেক দর্শনার্থী সামিয়া আক্তার বলেন, “শহরের কোলাহল থেকে বেরিয়ে গ্রামের এমন প্রাণবন্ত পরিবেশে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে শিশুরা যেভাবে আনন্দ করছে, সেটা সত্যিই মন ছুঁয়ে যায়। পহেলা বৈশাখের আনন্দ এভাবেই ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।”
এই ধরনের আয়োজন শুধু পহেলা বৈশাখের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তোলে না, বরং আমাদের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হিসেবেও বিবেচিত হয়। এ উৎসব বাংলার শেকড়ের টান ও বাঙালির প্রাণের সংস্কৃতিকে জীবন্ত করে তোলে।
আয়োজক কমিটিতে ছিলেন মো. মিলন সিকদার, মো. মিরাজ সিকদারসহ আরও অনেকে।