৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ, অবরুদ্ধ অসহায় পরিবার

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে চলাচলের পাকা রাস্তা প্রতিপক্ষের লোকজন বন্ধ করে দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছেন একটি পরিবার। গত সাত দিন ধরে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ঘর থেকে বের হতে পারছে না দরিদ্র ওই পরিবারটি।

স্থানীয়রা জানান, পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের রওশন আলীর পুত্র কেরামত আলী ও একই গ্রামের প্রতিবেশী মৃত আরজ আলীর পুত্র সৌদি আরবফেরত রজব আলীর মধ্যে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। জানা যায়, উপজেলার নিরাহারগাতী মৌজায় ১৯৮৬ সালে ০২/১৯৮৬ রেজিস্ট্রি দলিল মূলে, ৭৮/৭৯ দাগে ৩.৫ শতক জমির মালিকানা লাভ করেন কেরামত আলী। পরবর্তীতে হোসেনপুর উপজেলা ভূমি অফিস থেকে ৩৭১ খতিয়ান খুলে ৩.৫ শতক জমির নামজারি করে নেন তিনি। অতঃপর উক্ত জমির উপর দিয়ে কাঁচা রাস্তা তৈরি করে কেরামত আলীর পরিবার চলাচল করে আসছিল। এক পর্যায়ে প্রতিবেশী রজব আলীগং বিরোধের জেরে সম্পূর্ণ রাস্তাটি বন্ধ করে দেয়। পরে, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কেরামত আলী।

এরই প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান চলাচলের রাস্তাটি বন্ধ রয়েছে। মানবিক কারণে উপজেলা নির্বাহী অফিসার নিজে উপস্থিত থেকে রাস্তাটি খুলে দেন। অতঃপর রজব আলী ক্ষিপ্ত হয়ে ২৩ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজসহ নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। কিছুদিন যেতে না যেতেই মামলাটি সত্য প্রমাণিত না হওয়ায় খারিজ হয়ে যায়।

এরপর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল-ইসলাম মামলার রায়ের কপি নিয়ে বন্ধ রাস্তাটি খুলে দেন এবং সাবেক পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকনকে নিয়ে রাস্তাটি পাকা করে দেন। উক্ত পাকা রাস্তা দিয়ে কেরামত আলীর পরিবারের সদস্যরা প্রায় দেড় বছর ধরে যাতায়াত করে আসছিলেন।

চলতি মাসের ৮ই এপ্রিল পাকা রাস্তাটি প্রতিপক্ষ রজব আলীগং দলবল নিয়ে ইট-সুরকি খুলে ফেলে এবং সম্পূর্ণ রাস্তাটি বন্ধ করে দেয়। কেরামত আলীর দুই পুত্র আবু বক্কার ও ওসমান গনি বাধা দিতে গেলে রজব আলী ও তার সহযোগীরা তাদেরকে আহত করে। পরে, স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হোসেনপুর সদর হাসপাতালে ভর্তি করে।

চলমান বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার নিষ্পত্তির জন্য চেষ্টা করলেও তা ব্যর্থ হয়ে যায়। রাস্তা বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সাত দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছেন। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অসহায় পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

প্রতিবেশী রহমত আলী মাস্টার জানান, আমরা এলাকাবাসীকে নিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া ব্যক্তিকে বারবার বললেও সে রাস্তা খুলে দিচ্ছে না। ভুক্তভোগী কেরামত আলী জানান, আমার খরিদা জমির উপর রাস্তা করলেও কয়েকবার রজব আলী রাস্তাটি বন্ধ করে পরিবারকে আটকে রেখেছেন।

জানতে চাইলে প্রতিপক্ষ রজব আলীর ছেলে রিয়াজ উদ্দিন জানান, জায়গা পাওয়ার হিসাব একটা, মানবিক হিসাব একটা। বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। উনি (কেরামত) পাইলে আলাদা হিসাব, উনার সাইডে উনি নিয়ে নেবেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নহল চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন জালিয়াতি ও মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে জরিমানা

মোহাম্মদ সাদেকুল ইসলাম,মুরাদনগর প্রতিনিধি আজ মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি মিষ্টির দোকানে ওজন

নলছিটিতে সরকারি জমি দখল করে বাড়ি নির্মান,বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।

সুনামগঞ্জের মধ্যনগরে ইউপি চেয়ারম্যান অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ এনে ৭২ ঘন্টার মধ্যে

এসএসসি পরীক্ষার্থীর হত্যা: ইউপি সদস্যসহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার আশরাফুর রহমানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা প্রাঙ্গণে বিক্ষোভ

Scroll to Top