১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

খোকসায় “আওয়ামী লীগ–সমর্থিত” বাড়িতে গুলি ও কুপিয়ে জখমের ঘটনা, দুইজন আহত

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারিয়া গ্রামে সোমবার দিবাগত রাত ২ টা ১০ মিনিটের দিকে দুটি বাড়িতে পরপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রে কুপিয়ে দুইজনকে আহত করেছে অজ্ঞাতনামা হামলাকারীরা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রথম হামলাটি হয় স্থানীয় বাসিন্দা মো. রুবেল শেখ (৩৫)-এর বাড়িতে। তিনি তার পিতা মো. আব্দুল মান্নান শেখের (৬০) সঙ্গে বসবাস করছিলেন। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি অজ্ঞাত নম্বর থেকে রুবেল শেখের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি থানায় রিপোর্ট করা হয়নি।

চাঁদা না দেওয়ায় সোমবার গভীর রাতে ২০-২৫ জনের একদল অস্ত্রধারী হামলাকারী রুবেল শেখের বাড়িতে এসে জানালার ফাঁক দিয়ে শর্টগানের গুলি ছোড়ে। গুলিটি রুবেল শেখকে লক্ষ্য করে ছোড়া হলেও তা গিয়ে লাগে তার পিতা আব্দুল মান্নান শেখের শরীরে। তিনি সামান্য আহত হন।

প্রায় একই সময়ে পাশের বাড়িতে আরেকটি সশস্ত্র হামলা চালানো হয় স্থানীয় ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম (৪৩)-এর ওপর। তিনি জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মজিদের ছোট ভাই। হামলাকারীরা তার বাড়ির দরজায় নক করে খুলতে বললে দরজা খোলার সঙ্গে সঙ্গেই গুলি চালায় এবং পরে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানায়, আক্রান্ত দুই ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যা এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত খোকসা থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। তবে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ডিমলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সাংসদ নীলফামারী-১ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে  ইঞ্জিনিয়ার

ভোট দিন আর না দিন, জনগণের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আহসান হাবিব মিম, ঠাকুরগাঁও প্রতিনিধি: জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির। চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারেক রহমানের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো ছাত্রদলের মতবিনিময় সভা।

রাউজানে আইনশৃঙ্খলার অবনতি : বিএনপির দুই কেন্দ্রীয় নেতাকে শোকজ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই কেন্দ্রীয় নেতা—গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব সম্প্রতি সহিংস রূপ

Scroll to Top