৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী বানীবহ উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“বানীবহ ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বানীবহ ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর, উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম আনিছ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কামাল হোসেন।

বক্তারা বলেন, বানীবহ উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার দুইটি মসজিদ—সবই এই রাস্তার পাশে অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা এখন অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়েছে। কাদা, গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এমনকি একজন মেয়ের বিয়েও এই রাস্তাঘাটের কারণে ভেঙে গেছে বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই সড়কটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও উপকৃত হবেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১১তম গ্রেডের দাবিতে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে আজ সোমবার (৬ মে) থেকে এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন। এর

নহল চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: ওজন জালিয়াতি ও মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে জরিমানা

মোহাম্মদ সাদেকুল ইসলাম,মুরাদনগর প্রতিনিধি আজ মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি মিষ্টির দোকানে ওজন

নলছিটিতে সরকারি জমি দখল করে বাড়ি নির্মান,বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে নলছিটি উপজেলা প্রশাসন।

সুনামগঞ্জের মধ্যনগরে ইউপি চেয়ারম্যান অপসারণ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন

জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ এনে ৭২ ঘন্টার মধ্যে

Scroll to Top