২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে খেলাফত মজলিসের শুরা অধিবেশন অনুষ্ঠিত

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬এপ্রিল), বিকাল ৩টায় উপজেলা সদরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ওলীউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ।

শুরা অধিবেশনে বিদায়ী সভাপতির বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার ২০২৪-২৫ সেশনের সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা কাজী শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যের মাধ্যমে উপজেলা শাখার সকল দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনার ও অধিবেশনের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা ওলীউর রহমানের হাতে ন্যস্ত করেন।

এরপর নির্বাচন কমিশন শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি ও সেক্রেটারি নির্বাচন করেন। আগামী সেশনের জন্য সভাপতি হিসাবে পুনর্নিবাচিত হন আলহাজ্ব হাফিজ মাওলানা কাজী শরীফ উদ্দিন এবং সেক্রেটারি পুনর্মনোনীত হন মাওলানা আখলাকুল আম্বিয়া।

২০২৫-২৬ সেশনের জন্য মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন; সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জাহির, সহ-সভাপতি মাওলানা আজমত উল্লাহ কাসেমী, সহ-সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা রশীদ আহমদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, যুব-বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা আখলাক হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা শরিফ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম এ জি উসমানী, প্রচার সম্পাদক তানজিল হোসাইন, সহ প্রচার সম্পাদক মাওলানা ফখরুল আমিন, অফিস সম্পাদক কেএম মনসুর আহমদ, নির্বাহী সদস্য মাওলানা ওয়াসির আলী, মাওলানা রুহুল আমিন ও মাওলানা সালিক আহমদ।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা কাজী শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও নবমনোনীত সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ওলীউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top