৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নীলফামারীতে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ ও সেবার স্বচ্ছতা আনতে গণশুনানি উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
প্রেসক্লাবে দুদকের আয়োজিনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতি রোধে ও জনগণের কাছে সহজ ও স্বচ্ছভাবে সেবা পৌঁছে দিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) নীলফামারীতে এক গণশুনানির আয়োজন করেছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবে গনশুনানি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি দূর করে, সেবার মান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণশুনানিত অনুষ্ঠিত হয়। গনশুনানি উপলক্ষে সংবাদ সম্মেলনে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া এ তথ্য জানান।

জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আগামী ২০ এপ্রিল নীলফামারী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপ-পরিচালক মো. শাওন মিয়া জানান, “সেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ শুনানিতে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আগামী ১৭ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরমে অভিযোগ দাখিল করতে পারবেন এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। এছাড়া দুদকের হটলাইন ১০৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ইতোমধ্যে অভিযোগ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ গণশুনানিতে অংশ নিয়ে অভিযোগ তুলতে পারবেন সেবা প্রত্যাশীরা।”

তিনি বলেন, “কোনো ব্যক্তি অবৈধভাবে কী অর্জন করেছে তা নিয়ে দুদক প্রথমে অনুসন্ধান করবে এবং প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও নাগরিক হয়রানির মতো অভিযোগ দুদক গ্রহণ করে থাকে। গণশুনানির মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রদান নিশ্চিত করা হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সভাপতি তাহমিন হক ববি, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের

রাজশাহীর দুর্গাপুরে শত্রুতার জের ধরে পানের বরজ নষ্ট, ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে একই পানবরজে বারবার পানের পড় (কুড়ি) নষ্ট করে ফেলছে দুবৃর্ত্তরা। এতে দিশেহারা পড়েছেন এক পানচাষি। গত রোববার

দৌলতদিয়া ফেরি ঘাট থেকে হেরোইন সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি  রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে হেরোইন সহ মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। সে ঢাকার আশুলিয়ার এনায়েতপুর

বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫

মোহাম্মদ রকিবুল হক শাকিল, চট্টগ্রাম প্রতিনিধি আজ০৫ মে ২০২৫ রোজ সোমবার, বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হল-এ অনুষ্ঠিত হয়।

Scroll to Top