গৌরাঙ্গ বিশ্বাস, কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় সি.এন.বি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিত টি.আর প্রকল্পের আওতায় নির্মিত একটি মাটির রাস্তা ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রভাবশালী শাহীন সিদ্দিকী ও তার অনুসারীরা এলাকাবাসীর ওপর নির্যাতন চালাচ্ছেন।
এই ঘটনার প্রতিবাদে ১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে নারী, পুরুষ, শিশু এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।
ইউপি সদস্য হারুন মেম্বার বলেন, সরকারি টিআর প্রকল্পের আওতায় এই রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে নির্মাণ করেছি। কিন্তু শাহীন সিদ্দিকী গং রাস্তাটি কেটে ফেলতে নানা পাঁয়তারা করছে। সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
কালিহাতী থানা কৃষকদলের আহ্বায়ক শাফিউর রহমান খান বলেন, এই পুরাতন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, মাদ্রাসা, গোরস্থান ও হাসপাতালসহ নানা স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকও এ ব্যাপারে অবগত আছেন।
উক্ত প্রকল্পের সেক্রেটারি সোহেল খান বলেন, বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি সরকারিভাবে উন্নয়ন করা হয়েছে। কিন্তু শাহীন সিদ্দিকী গং সাধারণ মানুষকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে বাধা দিচ্ছে।
মানববন্ধনে বক্তারা উন্নয়নমূলক কাজে বাধাদান ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং এলাকাবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।