৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ, গণসমাবেশ

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ

ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন ও স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা চুক্তি বাতিলের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা সদর ভোলার বাংলা স্কুল মাঠে আগামীর ভোলার ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার সাত উপজেলা হতে শতশত ছাত্র-জনতা অধিকার আদায়ের মিছিল নিয়ে সমবেত হয়েছেন। ২০ এপ্রিল বেলা ১১ টায় আয়োজিত সমাবেশটি বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলমান থাকে।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন।
এসময় পাঁচদফা দাবী আদায়ের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি হারুনর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, বশির আহমেদ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আতাউর রহমান মোমতাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক নাইম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মীর মোঃ জসিম উদ্দিন।

ছাত্রদল নেতা সানাউল্লাহর সঞ্চালনায় এ সময় বক্তারা সকলেই একবাক্যে হুশিয়ারী দিয়ে বলেন, ভোলার গণমানুষের এ ৫ দফা দাবীর বিপক্ষে গিয়ে যারা কাজ করবে বা বিরোধীতা করবে তাদেরকে ভোলার গণমানুষের শক্র হিসেবে চিহ্নিত করে, তাদের মুখোশ উন্মোচন করা এবং তাদের সমুচিত জবাব দেয়া হবে।

সমাবেশ শেষে সর্বস্তরের জনতা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে ডিসি কার্যালয়ে গিয়ে পাঁচদফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।
এদিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শনিবার (১৯ এপ্রিল) দ্বিতীয় দিনেও রাতে গ্যাসভর্তি ইন্ট্রাকো কোম্পানির তিনটি গাড়ী ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় আটকে দিয়ে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এসময় ভোলা সদর উপজেলা ইউএনও আরিফুজ্জামান ও ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন আহমেদ পারভেজ সেখানে গিয়ে বিক্ষুদ্ধ আন্দোলনকারীদের নিভৃত করতে ব্যার্থ হন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাতক্ষীরার তালায় স্থানীয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ পাওয়া গেছে কালভার্টের নিচে। তালা থানা পুলিশ আজ সোমবার হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে

দেশের বাজারে অচিরেই সাতক্ষীরায় গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম মিলবে

শরিফুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে এখন থেকে দেশের বাজারে মিলবে সাতক্ষীরার আম। আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের

ডিমলায় পূর্বশত্রুতা জেরে নিরীহ স্কুল শিক্ষকের দেড় একর জমির ভুট্টা গাছ থেকে লুট করলো দুর্বৃত্তরা

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামসরীর ডিমলায় পূর্ব শত্রুতার জেরে নিরীহ স্কুল শিক্ষক আকমল হোসেন লিটুর সাড়ে তিন বিঘা জমির অপরিপক্ক ভুট্টা সন্ত্রাসী কায়দায় লুট

মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহানন্দা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের

Scroll to Top