নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হযরত শাহের মাজারের পাশে অবস্থিত হৃদয় আহমেদের মালিকানাধীন জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পাশের গেঞ্জির কাপড়ের ছাপাখানায় ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, আগুন শুরু হতেই এলাকাবাসী নিজ উদ্যোগে পানি দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে আগুন এতটাই ভয়ংকর ছিল যে তা মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ণয়ের জন্য তদন্ত চলছে।