মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামধনীমুড়া গ্রামে গিয়াস উদ্দিন (৪০) নামের এক সিএনজি চালক রহস্যজনকভাবে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কালা বাচ্চুর বাড়িতে ভাড়া থাকা অবস্থায় তিনি ঘরের বেরার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন। তবে কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গিয়াস উদ্দিনের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও আলোচনা চলছে স্থানীয়দের মধ্যে।