১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে ব্যবসায়ীর পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার শহরের একজন প্রখ্যাত ব্যবসায়ী নিপু রায়ের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল ও মিথ্যা মামলার শিকার হওয়ার অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে গতকাল মৌলভীবাজার প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিপু রায়ের ছেলে নিলয় রায়।

লিখিত বক্তব্যে নিলয় রায় জানান, সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামে তাঁদের পৈত্রিক জমি—রাস্তার পাশে ৮৬ শতক জায়গা রয়েছে, যার খতিয়ান নং ৩৮৮ ও ৩৫৬ এবং দাগ নং ১০০৬। বহু বছর ধরে ওই জমির দেখভাল করে আসলেও শহরে বসবাসের সুযোগকে কাজে লাগিয়ে এলাকার কিছু ব্যক্তি বেআইনিভাবে জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বসবাসকারী প্রদীপ পাশি, অশীস পাশি, রাজিব পাশি, স্বপন পাশি, সত্য নারায়ণ পাশি এবং পর্মা পাশি নামীয় কয়েকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে তিনি জানান, তাঁরা দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এমনকি তাঁদের পক্ষ নিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোশাররফ টিটু।

নিলয় রায় আরও দাবি করেন, জমি রক্ষা করতে গেলে চেয়ারম্যান টিটু ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন, যা প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হয়ে উক্ত ব্যক্তিদের সঙ্গে মিলে দখলের চক্রান্তে যুক্ত হন।

২০ এপ্রিল পিতা-পুত্র জমি পরিদর্শনে গেলে, অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এতে নিপু রায় মারাত্মকভাবে আহত হন। প্রাণনাশের হুমকি ও জমি দখলের প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে তাঁরা প্রশাসনের কাছে নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

পৈতৃক জমি রক্ষায় ব্যবসায়ী পরিবার এখন বিচারপ্রার্থীর আসনে। প্রশাসনের দায়িত্বশীল হস্তক্ষেপ এখন সময়ের দাবি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top