সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ ও গণধর্ষণের শিকার হয়েছেন মোহনগঞ্জ উপজেলা নাগরিক কমিটির এক সদস্যা। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল রাত প্রায় ১২টার দিকে মোহনগঞ্জ শহরের আলোকদিয়া ব্রিজ এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে যান ভুক্তভোগী। ওই সময় প্রেমিক আজিজুল ইসলাম (২০), যিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার গাভি গ্রামের শাজাহান মেম্বারের ছেলে, তার বন্ধু রফিক (২৪) — একই গ্রামের দুলাল মিয়ার ছেলে — এর সহায়তায় ভুক্তভোগীকে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান।
পরে প্রেমিক আজিজুল ইসলাম, রফিক এবং ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাকিব মিয়া পালাক্রমে রাতভর ধর্ষণ করে। ঘটনার পর ভোরে ভুক্তভোগীকে মোহনগঞ্জে তার নিজ বাড়ির পাশে অসুস্থ অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগীর ভাই মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও তথ্যপ্রযুক্তির সহায়তায়, মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাভি গ্রাম থেকে প্রেমিক আজিজুলসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বুধবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে সব অভিযোগ যাচাই করা হচ্ছে।