মো: সাদেকুল ইসলাম,মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর সদর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও হোটেল পরিচালনার দায়ে ডায়না হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, হোটেলের রান্নাঘর ও খাবার প্রস্তুতের স্থান ছিল অপরিচ্ছন্ন এবং স্বাস্থ্যবিধি ছিল সম্পূর্ণ উপেক্ষিত। এসব অভিযোগের প্রেক্ষিতে ডায়না হোটেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান জানান, “সাধারণ জনগণের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।