শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশাকে দেখতে ও খোঁজখবর নিতে হাসপাতালে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি জাতীয় দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনিসুর রহমান এর নির্দেশনায় ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর নেতৃত্ব বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ শেখ আরিফুল ইসলাম আশাকে দেখতে যান সাংবাদিকবৃন্দ ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সংবাদ সংযোগ পত্রিকা ও রাজধানী টিভির জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান, জাতীয় দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. জাকিরুল ইসলাম শরীফ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত রোববার কিডনী ও পিত্তথলির পাথর অপারেশন করানোর জন্য হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন।ঐদিন রাতে অপারেশন করা হবে। এ ব্যাপারে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।