১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পোষাপ্রাণির চিকিৎসা খাতে উন্নয়নের পথে চ্যালেঞ্জ ও উদ্যোগ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব ভেটেরিনারি দিবস, যা প্রাণিস্বাস্থ্যসেবায় যুক্ত পেশাজীবীদের সম্মান জানাতে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এ বছরের প্রতিপাদ্য, “Animal Health Takes a Team” বা “প্রাণিস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজন একটি সম্মিলিত প্রচেষ্টা”, মূলত দলগত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরছে। এতে বোঝানো হয়েছে, প্রাণিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একজন চিকিৎসক একাই যথেষ্ট নন, বরং সম্মিলিত প্রচেষ্টাই গঠন করে একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থা।

বাংলাদেশে কুকুর, বিড়াল, খরগোশ, ম্যাকাওসহ বিভিন্ন পোষাপ্রাণির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সমীক্ষা অনুযায়ী দেশে ১.৭ মিলিয়ন কুকুরের মধ্যে ৩ লাখের বেশি পোষাপ্রাণি হিসেবে পালিত হয় এবং বিড়ালের সংখ্যা প্রায় ৪ মিলিয়নের কাছাকাছি। এ প্রেক্ষাপটে প্রায় ৩০০ আধুনিক পেট ক্লিনিক গড়ে উঠেছে, যেখানে নিবন্ধিত ভেটেরিনারিয়ানরা কাজ করছেন। তবে, চ্যালেঞ্জও রয়েছে বিস্তর।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রধান এবং স্মল এনিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির জানান, এই খাতের বড় সমস্যাগুলো হলো জনসচেতনতার অভাব, প্রশিক্ষিত চিকিৎসকের ঘাটতি, পর্যাপ্ত ভ্যাকসিন ও ওষুধের অভাব এবং আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা। পাশাপাশি, পশুকল্যাণ ও চিকিৎসা সংক্রান্ত নীতিমালার দুর্বলতাও অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে।

বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি), বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ), এবং বাংলাদেশ স্মল এনিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিএসভিএ) নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।

অধ্যাপক নাজিরের মতে, পোষাপ্রাণির যত্নে শুধু চিকিৎসক নন, গ্রুমার, পুষ্টিবিদ, প্রশিক্ষক, আচরণ বিশেষজ্ঞ, ফার্মাসিস্ট, সরবরাহকারী, আশ্রয়কেন্দ্র ও দত্তক সংস্থাসমূহ—সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সবাই মিলে একটি সুসংগঠিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারেন।

সরকার ইতোমধ্যে আধুনিক শিক্ষা, গবেষণা, ক্লিনিক আধুনিকায়ন, এবং ডিজিটাল সেবায় পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতে ই-কমার্সভিত্তিক সরবরাহব্যবস্থা, জেনেটিক ব্রিডিং প্রোগ্রাম, ও বিশেষায়িত হাসপাতালের মাধ্যমে এই খাত আরও গতিশীল হবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালগুলো পোষাপ্রাণিদের টিকাদান, অপারেশনসহ নানান সেবা দিয়ে যাচ্ছে। এর ফলে দেশে একটি নতুন স্বাস্থ্য কাঠামো গড়ে উঠছে যা ভবিষ্যতে আরও সমন্বিত ও দক্ষ হতে পারে।

পরিশেষে অধ্যাপক নাজির বলেন, পোষাপ্রাণির কল্যাণে প্রয়োজন একটি মানবিক, দক্ষ ও একত্রিত দল, যারা সমাজে সহানুভূতি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত খান (১২)‌-কে পূর্ব বিরোধের জেরে তার সহপাঠীরা হত্যা করেছে বলে অভিযোগ

রাজশাহীর দূর্গাপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ২০২৫ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল

উজিরপুরে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিবেদক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারের শাহজাহান সুপার মার্কেটের একটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল

Scroll to Top