১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে কোরআন বিরোধী নারী নীতির প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের বাধা ও নির্যাতনের প্রতিবাদ এবং নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) দুপুরে মুরাদনগর উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। এতে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ ও হাজারো কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। তারা ‘কোরআন বিরোধী নারী নীতি, মানি না মানবো না এই স্লোগানসহ নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হুসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে। ইসলামের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত জাতি মেনে নেবে না। যদি এ ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকে, তবে দেশের তাওহিদি জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

বক্তারা আরও বলেন, “সরকার যদি গণতান্ত্রিক অধিকার হরণ করে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তবে দেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি জানিয়ে যাব।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা তুলে ধরাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত খান (১২)‌-কে পূর্ব বিরোধের জেরে তার সহপাঠীরা হত্যা করেছে বলে অভিযোগ

রাজশাহীর দূর্গাপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ২০২৫ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল

উজিরপুরে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিবেদক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারের শাহজাহান সুপার মার্কেটের একটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল

Scroll to Top