মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের বাধা ও নির্যাতনের প্রতিবাদ এবং নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) দুপুরে মুরাদনগর উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। এতে হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ ও হাজারো কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। তারা ‘কোরআন বিরোধী নারী নীতি, মানি না মানবো না এই স্লোগানসহ নানা প্রতিবাদী স্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হুসাইন। তিনি তার বক্তব্যে বলেন, “নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রস্তাবনা অবিলম্বে বাতিল করতে হবে। ইসলামের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত জাতি মেনে নেবে না। যদি এ ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকে, তবে দেশের তাওহিদি জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
বক্তারা আরও বলেন, “সরকার যদি গণতান্ত্রিক অধিকার হরণ করে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, তবে দেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি জানিয়ে যাব।
আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে তাদের দাবির কথা তুলে ধরাই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।