২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

পটিয়া মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান দানিশ এর ইন্তেকাল

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ইসলামী শিক্ষাঙ্গনের প্রখ্যাত আলেম, পটিয়া মাদরাসার দীর্ঘদিনের মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান দানিশ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকায় সফররত অবস্থায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর।

প্রবীণ এই আলেম প্রায় ৪০ বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী পটিয়া আল জামিয়া আল ইসলামিয়ায় হাদিসের দরস দিয়েছেন। গত বছর প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি নিয়ে বিরোধের পর তিনি মাদরাসা ছেড়ে চলে যান। পরবর্তীতে পটিয়ার সাবেক পরিচালক মাওলানা ওবায়দুল্লাহ হামযা প্রতিষ্ঠিত জামিয়াতুন নূর-এ খণ্ডকালীন মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন।

মাওলানা দানিশের পিতার নাম মৃত সূফি মুখলেচুর রহমান। তিনি ৩ ভাই, ১ বোন, স্ত্রী, সন্তান-সন্ততি, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়স্বজন এবং অসংখ্য শিষ্য রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ছোট বেতুয়া উত্তরপাড়া গ্রামে।

মাওলানা দানিশ একজন দক্ষ আরবী সাহিত্যিক ও কবি হিসেবেও সুপরিচিত ছিলেন। আলেম সমাজের পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির অঙ্গনেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর জানাজার সময় নির্ধারণ করা হবে। দাফন তার নিজ গ্রাম ছোট বেতুয়াতেই সম্পন্ন হবে।

তার মৃত্যুতে আলেম সমাজ, শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top