মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫: গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামিসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের মোট পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ আবেদ আলী শেখ (৫২) – শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি।
২। মমতাজ পারভিন শিমু (৪২) – রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী।
৩। মোহাম্মদ জাকির হোসেন সাগর (৪৩) – ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর উত্তর যুবলীগ কর্মী।
৪। এম আর বাদল (৫০) – মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
৫। মনিরুল ইসলাম (৩৮) – উত্তরা থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে ধানমন্ডি, বাংলামোটর, বনানী, মিরপুর ও উত্তরা এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জাকির হোসেন গুলশানে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে এবং সে ২০১৫ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি বলেও জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।