২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাছপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্রত বিচারের দাবীতে মানববন্ধন

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ

আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, বিকাল ৫টায় রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া রেল স্টেশন বাজারে মাছপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করা হয়।

এই মানববন্ধনে পাংশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জমির উদ্দিন আহমেদ, এবং জিয়া সাইবার ফোর্স কমিটির পক্ষ থেকে হাজি আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ২০১৩ সালে বিএনপি সমর্থক হওয়ার কারণে স্থানীয় বিরোধের জেরে এই এলাকার খন্দকার সাইফুল ইসলাম (বুরো)- এই খুনের মাষ্টার মাইন্ড, তার নেতৃত্বে আরো অনেক নৃশংস ঘটনা হয়েছে এই এলাকায় তারা অভিযোগ করেন, তৎকালীন আওয়ামী লীগের প্রভাবের কারণে ওই সময় অপরাধীদের বিচার হয়নি।

সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত সামাদ এর নেতৃত্বে সবুর খান মাস্টারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করা হয়। নেতৃবৃন্দ অবিলম্বে সবুর খান মাস্টারের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “আমরা আইনের শাসনের স্বপক্ষে, ন্যায়বিচারের পক্ষে। এই হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনীদের ফাঁসি চাই।
তারা আরও জানান, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top