৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়া মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হকের ইন্তেকাল, জানাজা আজ রাত ৯টায়

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, ভক্ত এবং অনুরাগী রেখে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা আমিনুল হক দীর্ঘদিন পটিয়া মাদরাসায় শিক্ষকতা করেন এবং দ্বীনি শিক্ষায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তিনি ছিলেন একাধারে জ্ঞানী, বিনয়ী ও বুজুর্গ ব্যক্তি। তার ইন্তেকালে ছাত্র, সহকর্মী এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ স্মৃতিচারণ ও শোক প্রকাশ করছেন।

গত বছর পটিয়া মাদরাসার পরিচালনা সংকটের সময় তিনি উচ্ছৃঙ্খল পরিস্থিতি ও নতুন পরিচালকের সেচ্ছাচারিতার প্রতিবাদ করে মাদরাসা ছেড়ে বাড়িতে চলে যান। তার ইন্তেকালে পটিয়া মাদরাসার প্রবীণ মুরুব্বিদের তালিকা আরও ছোট হয়ে গেল।

আজ শনিবার রাত ৯টায় পটিয়ার আলমদার পাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

এর একদিন আগেই পটিয়া মাদরাসার আরেক প্রবীণ উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানেশ ইন্তেকাল করেন। দুই দিনের ব্যবধানে দুই বুজুর্গ আলেমের ইন্তেকালে এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মজু কোম্পানির বেয়াই কোরবান আলী, এলাকায় আবারও অপরাধের রাজত্ব

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানার হেয়াকো সিকদারখীল এলাকার কুখ্যাত সন্ত্রাসী, ইয়াবা সম্রাট, বনখেকো ও চাঁদাবাজ কোরবান আলী ওরফে কোরবান আলী সওদাগর

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দারুননাজাত তাখসীসির সাপ্তাহিক জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ “শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে”—এই গভীর অন্তর্দৃষ্টি-সম্পন্ন বাণীকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত তাখসীসি মাদ্রাসা শাখার

উত্তর চট্টগ্রামের লাখো মানুষের স্বপ্ন, হাটহাজারীতে চায়না-বাংলাদেশ হাসপাতালের দাবী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি উত্তর চট্টগ্রাম ও দুই পার্বত্য জেলার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী ভূমিকা রাখতে যাচ্ছে হাটহাজারীতে প্রস্তাবিত ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’। পাঁচ শতাধিক শয্যার এ

বেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জাহিদ হোসেন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ

Scroll to Top