২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার (৪৫) কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ । উপজেলার মধ্যনগর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে মাদ্রাসা মার্কেটের সামনে থেকে (২৭এপ্রিল) রোববার বিকেলে ৪ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর মধ্যনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীর ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার কে গ্রেপ্তার করা হয় ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার কে রোববার বিকেলে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় ব্যাপক বিক্ষোভ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সাংসদ নীলফামারী-১ ও নীলফামারী জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনেরমুক্তির দাবিতে

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে চান জিয়াউর রহমান জিয়া

সোহারাব, চট্টগ্রাম প্রতিনিধি মহেশখালী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা হবে শিগগিরই- এমন খবরে নড়েচড়ে বসেছেন দলটির অনেক নেতাকর্মী। পদ পেতে শুরু করছেন নানা তদবির! তাদেরই

আইনজীবীদের সংগঠিত করতে এনসিপি আইনজীবী উইং গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠনে ভূমিকা রাখা এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা আইনজীবীদের একটি প্ল্যাটফর্মে সংগঠিত করতে

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদকন্যার আত্মহত্যা— লামিয়া’র শোকাহত পরিবারের পাশে তারেক রহমান

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধিঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিন-এর কন্যা লামিয়া আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা

Scroll to Top