কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রতিনিধি:
তালা উপজেলার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. রাসেল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (একাংশ) ইয়াছিন আলী সরদার, সহ-সভাপতি নাজমুল হক খান, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মান্নান, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সিনিয়র সদস্য বিএম বাবলুর রহমান ও পার্থ প্রতিম মণ্ডল, তালা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার
এছাড়া উপস্থিত ছিলেন পাটকেলঘাটা প্রেসক্লাবের অপরাংশের সভাপতি হাসানুর রহমান হাসান ও সাধারণ সম্পাদক আল আমিন। তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য মিজানুর রহমান ও বাবলুর রহমান, দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধি কাজী রিয়াজ, প্রভাষক নাহিদ নাসির, প্রভাষক মোস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মির্জা সাকিব, হায়াতুল ইসলাম ও শাহাজালাল আহমেদ প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউএনও শেখ মো. রাসেল বলেন, “তালা উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, সাংবাদিক সমাজ ও সুধীজনদের একান্ত সহযোগিতায় তালাকে একটি উন্নত উপজেলায় পরিণত করা সম্ভব।”
তিনি বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে কিছু ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি প্রতিবেদনে আমাকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমি যদি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকতাম, তবে এতদিনে প্রমোশন পেয়ে যেতাম। আবার বলা হয়েছে, আমি ১৩টি দেশ সফর করেছি নিজস্ব অর্থায়নে, অথচ সত্য হচ্ছে—আমি সরকারি স্কলারশিপে পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলাম।”
তিনি আরও বলেন, “তালা উপজেলার সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ণ। আমার বিরুদ্ধে প্রচারিত সংবাদগুলো মূলত ঢাকাকেন্দ্রিক গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। আমি বিশ্বাস করি, তালার সাংবাদিক সমাজ উন্নয়নের স্বার্থে সবসময় আমার পাশে থাকবে।”