মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি :
মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশ পাঠক মেলা নলছিটি উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে অংশ নেন পত্রিকার পাঠক, সাংবাদিক, শিক্ষক ও ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে প্রধান অতিথি ছিলেন আমার দেশ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল। নলছিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহসভাপতি মিলন কান্তি দাস, সাধারণ সম্পাদক কে এম সবুজ, মোস্তাফিজুর রহমান মনু, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম পলাশ, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি খালিদ হাসান ও যায়যায়দিন প্রতিনিধি মোত্তাফিজুর রহমান রিপন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেযার দাবি জানান।