মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিবেদক
উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারের শাহজাহান সুপার মার্কেটের একটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। স্থানীয়, অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই মার্কেটের মালিক মোঃ মাহাতাব উদ্দিন শাহিন কয়েক বছর পূর্বে আব্দুল আলীম চকলেট নামক এক ব্যক্তির কাছে দোকান ভাড়া দেন তিনি ১ এপ্রিল মাসুম বিল্লার কাছে দোকানের মালামাল বিক্রি করে অন্যত্র চলে যান। চকলেটের মালামাল বিক্রয়ের বিষয়ে বড়কোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজের ছাত্রদলের যুগ্ন আহবায়ক আলী জাকের (২৭),বড়কোঠা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রফিক মল্লিক(৩০) শ্রমিকদল সদস্য শফিক মল্লিক(২৮) নেতৃত্বে পূর্বের ভাড়াটিয়া চকলেটের সাথে তাদের হিসাব নিকাশ আছে এই অজুহাত দেখিয়ে ২২ এপ্রিল গভীর রাতে তালা ঝুলিয়ে দেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আলী জাকের বলেন, মোঃ মাহাতাব উদ্দিন শাহিন এ পূর্ববতী ভাড়াটিয়া আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সমায় বিএনপিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করে হয়রানি ও আর্থিক ক্ষতি সাধন করেছে। তাই তার ঘরে থাকা সকল পন্যের মালিক এখন আমরা। তাই দোকানেও তালা মেরে দিয়েছি। এ বিষয়ে সুপার মার্কেটের মালিক মাহাতাব উদ্দিন শাহীন উজিরপুর মডেল থানা লিখিত অভিযোগ করেন।তিনি আরো বলেন বলেন চকলেটের সাথে তাদের শত্রু থাকলে তারা গিয়ে চকলেটের সম্পত্তি দখল করবে কিন্তু আমার মালিকানাধীন দোকানে তালা মারার অধিকার নেই। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।