২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৩ মে মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি পীর সাহেব নানুপুরীর আহ্বান

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

বিশিষ্ট আলেমেদীন, জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদরাসার মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ সালাহউদ্দিন পীরসাহেব নানুপুরী হাফিজাহুল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ চার দফা দাবিতে এক মহাসমাবেশের আয়োজন করেছে। “নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলাসহ সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন, ভারতে মুসলিম গণহত্যা ও নির্যাতন বন্ধের” দাবিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, এই মহাসমাবেশ শুধু হেফাজতে ইসলামের নয়, বরং বাংলাদেশের ধর্মপ্রাণ তাওহীদি জনতার ঈমানী দায়িত্ব। দেশ, জাতি ও উম্মাহর এই কঠিন সময়ে ইসলামি মূল্যবোধ ও মানবাধিকারের পক্ষে কণ্ঠ উচ্চারণের জন্য সকল মুসলমান, ওলামায়ে কেরাম, ছাত্রসমাজ এবং বিশেষ করে নানুপুরের মুহিব্বিন ও শুভানুধ্যায়ীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

পীর সাহেব নানুপুরী মহাসমাবেশকে শতভাগ সাফল্যমণ্ডিত করতে দেশের সকল আলেম-ওলামা, তাওহীদি জনতা ও ইসলামপ্রিয় নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top