মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টি মান উন্নয়নের উদ্দেশ্য শিশুর মা ও তার যত্নকারীদের নিয়ে পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে।
২৯ এপ্রিল দুপুর ২ টায় উজিরপুর উপজেলা মিলনায়তন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজী,সিআরএসএস কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী, ও প্রমূখ।