মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ২০২৫ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহামমদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক এ মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম.রাকিবুল ইউসুফ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নুর-এ-শেফা, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম , উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ আব্দুল মতিন ,উপজেলা খাদ্য পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় উৎপাদনকারী কৃষক ও মিলারগন সহ প্রমূখে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহামমদ আলী জানান,চলতি বোরো মৌসুমে সরকারিভাবে দুর্গাপুর উপজেলায় তিনটি মিলের বিপরীতে ৪৯ টাকা কেজি দরে ১০৮ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৩৩১মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
উক্ত অনুষ্ঠানে শালঘরিয়া গ্রামের মোঃএজাজুল হক দুর্গাপুর পৌরসভার শ্রী বীরন্দ্রনাথ ও দেলুয়াবাড়ি গ্রামের আবুল কালাম এই তিন কার্ডধারী কৃষকের কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ৯ মেট্রিক টন ধান ক্রয় করে উপজেলা সরকারি খাদ্য গুদামের জন্য ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।