৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত খান (১২)‌-কে পূর্ব বিরোধের জেরে তার সহপাঠীরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৯ এপ্রিল) স্কুল থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে নগরীর হামিদচর এলাকা থেকে কর্ণফুলী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত চার সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হত্যার কথা স্বীকার করেছে।

নিহতের পরিবার জানায়, রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের খেলোয়াড় ছিল। পরিবারের একমাত্র সুস্থ-সবল সন্তান ছিল সে।
নিহতের চাচাতো ভাই আদনানুল আলম জানান, দুপুর ২টার মধ্যে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করা হয়। বিকেল ৪টার দিকে তার স্কুলব্যাগ ও জামাকাপড় পাওয়া যায় হামিদচরে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১০-১২ জন সহপাঠীর সঙ্গে সে বের হয়েছিল।
পুলিশ জানায়, পরিকল্পিতভাবে তাকে হামিদচরে নিয়ে যাওয়া হয়। সেখানে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয় তারা।

এ ঘটনা চট্টগ্রামজুড়ে তীব্র আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলছে, “এ প্রজন্ম এত ভয়ংকর হয়ে উঠলো কীভাবে?”

নিহতের পরিবার মামলা দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই বিস্তারিত জানা যাবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি

রাজশাহীর দূর্গাপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ২০২৫ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল

উজিরপুরে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিবেদক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারের শাহজাহান সুপার মার্কেটের একটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল

আল্লামা হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী (হাফিঃ)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১০১ আলেমের বিবৃতি

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ভূজপুর-ফটিকছড়ি তথা বৃহত্তর চট্টগ্রামের অন্যতম শীর্ষ আলেম, প্রখ্যাত দানবীর, সমাজসেবক, বহু ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান

Scroll to Top