১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

কাতারের ইসলামিক কালচারাল অ্যান্ড দাওয়াহ সেন্টার ‘ফানার’-এ “ইসলামিক স্কলার এন্ড দায়ী” হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের প্রতিভাবান আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি শাহেদ সুলতানী। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর গ্রামের আলোকিত ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ কাসেম সাহেবের সুযোগ্য সন্তান। তার এ মনোনয়নে ভূজপুরসহ সারাদেশের আলেম সমাজ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে আনন্দের বন্যা বইছে।

মুফতি শাহেদ সুলতানী ২০১০ সালে দেশের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলূম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস (তাকমীল) সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি ছিলেন ব্যতিক্রম ধারার প্রতিভাবান ও মেধাবী। বিশেষভাবে উল্লেখযোগ্য, দাওরায়ে হাদিসের দশটি কিতাবের প্রতিটি হাদিস পাঠ শ্রবণ এবং মুখস্থ করার বিরল সম্মান — যা মাদ্রাসার পরিভাষায় ‘সনদে মুসালসাল’ বলে অভিহিত — তিনি অর্জন করেন। এই অর্জন যুগ যুগ ধরে হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

ঐ বছরই তার আমল, আখলাক ও উন্নত চরিত্র দেখে হাটহাজারী মাদ্রাসার তৎকালীন মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) তাকে খেলাফত প্রদান করেন। ছাত্রজীবনে সরাসরি খেলাফত প্রাপ্তির এমন ঘটনা বিরল এবং সম্মানজনক।

পড়াশোনা শেষ করে তিনি আরও দুই বছর করে মোট চার বছর ফতোয়া বিভাগ এবং উচ্চতর হাদিস বিভাগে অধ্যয়ন করে ‘মুফতি’ এবং ‘মুহাদ্দিস’ উপাধি লাভ করেন। অতঃপর তিনি এক বছর আন্তর্জাতিক তাবলিগ জামাতের দাওয়াতি সফরে অংশগ্রহণ করে দ্বীন প্রচারে সময় দেন। পরে চট্টগ্রামের প্রসিদ্ধ ইফতা বিভাগ ‘দারুল ইফতা’-তে শিক্ষকতা করেন, যেখানে তার ইলমি দক্ষতা এবং আলোকিত ব্যক্তিত্ব ব্যাপক প্রশংসিত হয়।

পরবর্তীতে কাতার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইমাম হিসেবে নিযুক্ত হন। লক্ষণীয় বিষয়, যেখানে অধিকাংশ ব্যক্তিকে চাকরির জন্য ইন্টারভিউ ও বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ হতে হয়, সেখানে মুফতি শাহেদ মাত্র এক বছরের মাথায় বিনা ইন্টারভিউতে সরাসরি খতিব পদে উন্নীত হন। আর এবার ‘ইসলামিক স্কলার ও দায়ী’ পদে তার নিযুক্তি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের ইতিহাসেও এক বিরল ও অনন্য ঘটনা।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, বিশেষ করে আলেম সমাজের মাঝে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। কাতারের মাটিতে দেশীয় সংস্কৃতি, ইসলামী দাওয়াত, সামাজিক উন্নয়ন এবং প্রবাসীদের নৈতিক ও ধর্মীয় কল্যাণে তার অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি দ্বীনি পরামর্শ, ইলমি বয়ান এবং সমাজ গঠনমূলক কর্মসূচিতে ব্যাপক সক্রিয় ভূমিকা রাখছেন।

উল্লেখ্য, তিনি এক ঐতিহ্যবাহী আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা নাজিরহাট বড় মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা কাসেম সাহেব এবং দাদা আল্লামা সুলতান আহমদ (রহ.) ছিলেন দারুল উলুম দেওবন্দের খ্যাতিমান ছাত্র। এমনকি তার নানা মাওলানা আব্দুল লতিফ সাহেব ছিলেন ইলম ও তাসাউফের স্বীকৃত ব্যক্তিত্ব। এই বংশ পরম্পরায় দ্বীনের খেদমতে মুফতি শাহেদ সুলতানী হয়ে উঠেছেন এক উজ্জ্বল আলোকশিখা।

ভূজপুরের গর্ব, দেশের অহংকার মুফতি শাহেদ সুলতানী। বিদেশের মাটিতে দেশের সম্মান ও এলাকার নাম সমুন্নত করায় তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার এই অসাধারণ অর্জনে ভূজপুরবাসী, চট্টগ্রামের আলেম সমাজ এবং দেশের সর্বস্তরের মানুষ গর্বিত।

এ উপলক্ষে এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংগঠনসমূহ তাকে অভিনন্দন জানিয়ে তার দীনি ও দাওয়াতি জীবনের আরও সাফল্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত খান (১২)‌-কে পূর্ব বিরোধের জেরে তার সহপাঠীরা হত্যা করেছে বলে অভিযোগ

রাজশাহীর দূর্গাপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ২০২৫ মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল

উজিরপুরে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিবেদক উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারের শাহজাহান সুপার মার্কেটের একটি দোকান ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল

আল্লামা হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী (হাফিঃ)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১০১ আলেমের বিবৃতি

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি ভূজপুর-ফটিকছড়ি তথা বৃহত্তর চট্টগ্রামের অন্যতম শীর্ষ আলেম, প্রখ্যাত দানবীর, সমাজসেবক, বহু ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদ-মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান

Scroll to Top