১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি

উজিরপুর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত

মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি জাতীয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের স্ব স্ব ব্যানারে মাথায় লাল ফিতা এবং গায়ে গেঞ্জি পড়ে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষের সামনে জড়ো হয়।

সকাল সাড়ে ৯ টায় উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর পৃথক উদ্যোগে উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়।

র‌্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীতে এসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উজিরপুর শাখার উদ্যোগে আলোচনা সভায় মিলিত হয়।

উজিরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আসাদুজ্জামান খান এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ মহিউদ্দিন সরদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ মশিউর রহমান সরদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগাল এইট এর অসাধারণ সম্পাদক আজম খান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামের আমীর আব্দুল খালেক ও উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার ও প্রমূখ। অপরদিকে শ্রমিকদল নেতা সোলাইমান খান হাইয়ুম এর নেতৃত্বে উপজেলা সদর থেকে শুরু করে ঢাকা বরিশাল মহাসড়কে ইচলাদীতে সমাপ্ত হয়। অপরদিকে শ্রমিক জেলার অপর অংশের নেতা আতিকুল ইসলাম বিপ্লব ও খোকন ডাকুয়ার নেতৃত্বে একটি মিছিল প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক স্থানে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: শ্রমিক ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হও—এই দৃপ্ত শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন

কোম্পানির গ্যাসের বোতল হতে গ্যাস চুরি করে খালি গ্যাসের সিলিন্ডারে পূর্ণ করে বাজারজাত

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি ৩০/০৪/২০২৫ তারিখ উপজেলা নির্বাহী অফিসার , মুরাদনগর উপজেলা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাঙ্গরা বাজার থানা , কতৃক মুরাদনগর উপজেলার বি চাপিতলায় মোবাইল

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পুষ্টি মেলার

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টি মান উন্নয়নের উদ্দেশ্য শিশুর মা

তালায় উপজেলার উন্নয়নকল্পে সাংবাদিক ও সুধীজনদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রতিনিধি: তালা উপজেলার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯

Scroll to Top