আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে বৃহস্পতিবার বিকাল ৪টায় হাটহাজারীস্থ আইএবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল আলী কারিমী। সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদার।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ইসলামে শ্রমিকদের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেওয়ার নির্দেশনা রয়েছে। বর্তমান সময়ে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক মাদানী, হাফেজ মাওলানা জামশেদ আল মোবারক, মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ একরাম, মোহাম্মদ শামিম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।