আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
১ মে ২০২৫, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে হারুয়ালছড়ি ইউনিয়ন শ্রমিকদলের ব্যবস্থাপনায় একটি বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মুহাম্মদ হাসান এবং ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে পৌঁছে।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হারুয়ালছড়ি যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান লোকমান, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু ছালেহ মহিউদ্দিন, ৭নং ওয়ার্ডের সভাপতি জসিম চৌধুরী, ১নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি বখতেয়ার, ৯নং ওয়ার্ডের সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সওদাগর, সুমন, নাসির সওদাগর, জিসাস উপজেলার যুগ্ম আহ্বায়ক এনামুল হক, স্বেচ্ছাসেবকদলের নেতা মহিউদ্দিন ও আনোয়ার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফারুক, মুহাম্মদ মানিক, যুবনেতা মিয়াজান, তৌহিদুল আলম বাবলু, সাইফুদ্দীন, ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, জাসাস হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ ও পারভেজ।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং বর্তমান সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।