মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলায় শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্যে আয়োজিত র্যালিতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের শ্রমিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানানো হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আলম, মুরাদনগরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো: জসিম উদ্দিন, এবং মুরাদনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন রশিদ রানা, রাশেদ (মাইনাস ওয়ান),আমির হামজা আরও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তারা শ্রমিকদের কল্যাণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।