১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ

“শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনে উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মাসুদ রানা।এছাড়া আরও উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, রিপোর্টস ক্লাবের সভাপতি, পৌরসভা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক,সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি,শ্রমিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা অবিলম্বে শ্রমিকদের জন্য মাসিক সম্মানী,বিনা মুল্যে চিকিৎসা ,ন্যায্য মুল্যে রেশনিং প্রদান,বাসস্থানের ব্যবস্থা সহ ন্যুনতম মজুরী নির্ধারন সহ বয়স্ক শ্রমিকদের ভাতা প্রদানের দাবী জানান।আরোও বলেন দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন হলেও শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারী সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top