২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৬ হিজরি

ডোমারে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

ডোমারে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকালে নীলফামারমিত ডোমারে “শ্রমিক মালিক এক পায়ে, গড়বো এ দেশ নতুন করে গড়ব দেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বন্যার্ধ র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। নানা কর্মসূচিতে ‘শ্রমিকের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।

দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ডোমার উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক বিশাল মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুল ইসলাম ও সম্পাদক লোকমান হোসেন লাভলু মিছিলের নেতৃত্ব দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়।

শ্রমিক সমাবেশ থেকে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত, শ্রমিক ছাঁটাই বন্ধ ও তাদের নিরাপত্তার দাবি জানান। শ্রমিক দল ছাড়াও শ্রমিক ফেডারেশন,দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, অটো চালক সমিতি,কুলি শ্রমিক, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,চালক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন,ট্রাক্টর চালক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বাদ্যযন্ত্র নিয়ে র‍্যালি বের করে।শ্রমিক নেতা মাসুম বলেন, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে। তাছাড়া শ্রমিকদের নিরাপত্তারও দাবি করেন তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারশনের আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি : (১ মে বৃহস্পতিবার) বিকাল ৪ টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে মে দিবসের আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহান মে দিবস – ২০২৫ এ ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ “শ্রমিক-মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও

আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুরাদনগরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলায় শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

Scroll to Top