আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ
১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নরসিংদী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মাওলানা মোছলেহুদ্দীন। তিনি বলেন,
“শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতি সচল থাকে, অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নেই শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আমজাদ হোসাইন বলেন,
“বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের লভ্যাংশ পাওয়ার অধিকার আছে। কিন্তু বাস্তবে অধিকাংশ শ্রমিক তা থেকে বঞ্চিত। নিরাপত্তাহীনতা, অল্প পারিশ্রমিক এবং অতিরিক্ত কাজের বোঝা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।”
আরো বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মকবুল হোসেন। তিনি বলেন, শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার সভাপতি শামসুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। সহ-সভাপতি রশিদ হাসেমী অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—
- বাংলাদেশ পরিবহণ শ্রমিক ফেডারেশন (রেজি: বি-২২২৩) – জেলা সভাপতি জামাল উদ্দিন, সেক্রেটারি মো. ইউসুফ মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম
- ঘোড়াশাল করাতকল শ্রমিক ইউনিয়ন – সভাপতি জাকির হোসেন প্রধান, সেক্রেটারি মো. কামাল হোসেন
- কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন – জেলা সভাপতি মো. মজিবুর রহমান
- শিবপুর প্রগতিশীল নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন – সভাপতি আক্তার হোসেন
শ্রমিক প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণ র্যালিটি ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো আয়োজন জুড়ে ছিল দৃঢ় প্রত্যয় ও শৃঙ্খলার অনন্য বহিঃপ্রকাশ।