৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে মহান মে দিবস এবং জাতীয়তাবাদী শ্রমিক দল এর ৪৬ তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

রেজুয়ান আহমেদ সৈকত, ময়মনসিংহ প্রতিনিধিঃ

প্রহেলা মে আন্তর্জাতিক মহান মে দিবস এবং জাতীয়তাবাদী শ্রমিক দল এর ৪৬ তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় ময়মনসিংহ রেল স্টেশন সংলগ্ন এলাকায় শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব-বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা, আবু ওয়াহাব আকন্দ- সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) জাতীয় নির্বাহী কমিটি। উদ্বোধক, জনাব জাকির হোসেন বাবলু- আহ্বায়ক ময়মনসিংহ জেলায় বিএনপি। বিশেষ অতিথি, ডাঃ মাহবুবুর রহমান লিটন – সদস্য জাতীয় নির্বাহী কমিটি সহ আরও অনেক কেই। বিশেষ বক্তা,  রোকনুজামান সরকার রোকন- সদস্য সচিব ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। আমন্ত্রিত অতিথি, জনাব, এনামুল হক ভূইয়া- আহ্বায়ক ত্রিশাল উপজেলা বিএনপি ও সকল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বৃন্দ। উক্ত অনুষ্ঠানটি সভাপত্বি করেন, মোহাম্মদ আবু সাঈদ- সভাপতি ময়মনসিংহ জেলা।b সঞ্চালনায়ঃ মফিদুল ইসলাম মোহন।

সমাবেশে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জনাব, ইমরান সালেহ প্রিন্স তিনি বলেন, “শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতি সচল থাকে, অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা নতুন নতুন কর্ম সংস্থাপন তৈয়ারি করে প্রতিটি শ্রমিকের মাসিক বেতন ৩০,০০০টাকা করে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, আমরা গর্বিত আমাদের নেতা মেজর জিয়াউর রহমান একজন শ্রমিক ছিলেন আমরাও শ্রমিক তাই শ্রমজীবী মানুষের পাশে থাকবো আমরা সবসময়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

হাটহাজারী মাদরাসায় আমিনশীপ (ভূমি জরিপ) কোর্সের উদ্বোধন

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে

কুড়িগ্রামে শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদীতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বিশাল শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ ১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক

ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারশনের আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি : (১ মে বৃহস্পতিবার) বিকাল ৪ টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে মে দিবসের আলোচনা ও র‌্যালি অনুষ্ঠিত

Scroll to Top