ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি:
ঝিকরগাছায় শিক্ষকের লাথির আঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছে । ঘটনা ঘটেছে ঝিকরগাছা উপজেলার নওয়ালী গ্রামে অভিযোগ সূত্রে জানা যায়, (৩০ এপ্রিল বুধবার) দুপুর ১২ টায় ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন স্কুলের ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রী নওয়ালী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিম খাতুন (১১) পড়া না পাড়ার কারণে চড় মারেন এরপর পেটে লাথি মেরে আহত করেন।
বর্তমানে আহত শিক্ষার্থী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে নওয়ালী গ্রামে জনসাধারণ মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছেন।