শাহ আলম কৌশিক, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শক খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে ধান শুকানোর কাজ করতে গিয়ে ইলেকট্রিক শট এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নে আশ্রবপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে তাজুল ইসলাম (২৫) নিজ বাড়িতে ধান শুকানোর কাজ করার সময় মর্টারের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, তাজুই ইসলাম ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ১ম বিভাগীয় লীগ, ঈশ্বরগঞ্জ আব্দুল হালিম ফুটবল একাডেমি থেকে ২য় বিভাগীয় ফুটবল লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে নিয়মিত আন্তঃথানা ফুটবল খেলায় অংশগ্রহণ করতেন। তাঁর অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোখের ছায়া নেমে আসে।