নিজস্ব প্রতিবেদক:
আগামী আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফরটি হচ্ছে না বলেই মনে করছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, “সিরিজটি আন্তর্জাতিক ক্যালেন্ডারের অংশ হলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। চলমান পরিস্থিতির জন্য ভারতের বাংলাদেশ সফর না করার ভালো সম্ভাবনা রয়েছে।”
যদিও ‘চলমান পরিস্থিতি’ বলতে বিসিসিআই কী বোঝাতে চেয়েছে, তা স্পষ্ট করা হয়নি, তবে টাইমস অব ইন্ডিয়া ইঙ্গিত দিয়েছে—বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) এ এল এম ফজলুর রহমানের একটি সাম্প্রতিক মন্তব্যকে ঘিরেই সৃষ্টি হয়েছে কূটনৈতিক টানাপড়েন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ফজলুর রহমান লিখেছিলেন, “ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তবে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু করা দরকার।”
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বক্তব্যকে সরকারিভাবে প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে জানায়, এটি সম্পূর্ণ ফজলুর রহমানের ব্যক্তিগত মত, যা বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতি প্রতিফলিত করে না।
এ পরিস্থিতিতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, সাম্প্রতিক উত্তেজনার কারণে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ক্রিকেট সিরিজ আয়োজন আপাতত ঝুঁকির মুখে।
এখনো এ বিষয়ে বিসিসিআই বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।